• jmamhshdunat1998@gmail.com
  • 01309 119369
Logo

জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বিদ্যালয় কোড: ৪১২৮, EIIN: ১১৯৩৬৯ , কেন্দ্র কোডঃ ৪১৯-এ , স্থাপিতঃ১৯৯৮ ইং

  • অফিস লোকেশন :
  • ডাকঘরঃ পেঁচিবাড়ী, উপজেলাঃ ধনুট, জেলাঃ বগুড়া।
  • জরুরী ঘোষণা :
    জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সংক্ষিপ্ত ইতিহাস

    ০১। শিক্ষা প্রতিষ্ঠানের নাম (বাংলায় ও ইংরেজিতে):

    জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় JALSUKA MOZAHAR ALI MEMORIAL HIGH SCHOOL

    ০২। লক্ষ্য ও উদ্দেশ্যঃ

    লক্ষ্যঃ যুগোপযোগী ও মান সম্মত পাঠদান করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল নিশ্চত করা সহ জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি করা।...

    প্রধান শিক্ষক

    প্রধান শিক্ষকের প্রোফাইল 

    মোছাঃ আরজিনা খাতুন, পিতা- মোঃ আব্দুল আজিজ ভুইয়া, গ্রাম- জালশুকা, ডাকঘর- পেঁচিবাড়ী, উপজেলা- ধুনট, জেলা- বগুড়া। তিনি ১৯৭৯ইং সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১ ভাই ১ বোনের মধ্যে  তিনি বড়। তিনি গুয়াগাছি জয়লা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ফাস্ট ডিভিশন প্রাপ্ত হন এবং ধুনট ডিগ্রি কলেজ থেকে যথাক্রমে এইচ.এস.সি ও স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৯৯ইং সালে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরব...

    সভাপতির বাণী

    আস্সালামু আলাইকুম।

    অত্র জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টি সাবেক  জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এলাকার সর্ব সাধারণের সহায়তায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তাঁহার স্বপ্ন অত্র এলাকা থেকে তিনি নিরক্ষর মুক্ত করবেন এবং বিশেষ করে পিছিয়ে পড়া নারীরা যাতে সুন্দর পরিবেশে লেখা পড়া করার সুযোগ পায়। আমি চাই তাঁর স্বপ্ন পূরণ হোক এবং শিক্ষকরা যেন যুগোপযোগী পাঠদান করান এবং বিদ্যালয়ের ধারাবাহিক ১০০% ফলাফল বজায় রাখেন। আমি প্রতিষ্ঠানটির এবং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলের সফলতা, সুস্বাস্থ্য ও দীরঘায়ু কামনা করছি।

     

    শিক্ষকবৃন্দ

    0

    শিক্ষক

    0

    বিভাগ

    0

    শ্রেণী কক্ষ

    0

    শিক্ষার্থী

    প্রতিষ্ঠানের খবর