• jmamhshdunat1998@gmail.com
  • 01309 119369
Logo

জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়

বিদ্যালয় কোড: ৪১২৮, EIIN: ১১৯৩৬৯ , কেন্দ্র কোডঃ ৪১৯-এ , স্থাপিতঃ১৯৯৮ ইং

  • অফিস লোকেশন :
  • ডাকঘরঃ পেঁচিবাড়ী, উপজেলাঃ ধনুট, জেলাঃ বগুড়া।
  • প্রধান শিক্ষক

    প্রধান শিক্ষকের প্রোফাইল 

    মোছাঃ আরজিনা খাতুন, পিতা- মোঃ আব্দুল আজিজ ভুইয়া, গ্রাম- জালশুকা, ডাকঘর- পেঁচিবাড়ী, উপজেলা- ধুনট, জেলা- বগুড়া। তিনি ১৯৭৯ইং সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১ ভাই ১ বোনের মধ্যে  তিনি বড়। তিনি গুয়াগাছি জয়লা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ফাস্ট ডিভিশন প্রাপ্ত হন এবং ধুনট ডিগ্রি কলেজ থেকে যথাক্রমে এইচ.এস.সি ও স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৯৯ইং সালে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বি.এড সহ এম.এ ডিগ্রী লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জননী। তিনি বিভিন্ন প্রকার সামাজিক করমকান্ডের সাথে জড়িত।

     

    প্রধান শিক্ষকের বক্তব্য 

    অত্র বিদ্যালয়ে ১৯৯৯ইং সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই বিদ্যালয়টির নানাবিধ করমকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। বিদ্যালয়টি অভিজ্ঞ ম্যানেজিং কমিটি ও সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।আমি বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলছি। তাই সেখানে অভিভাবকরা নিশ্চিন্তে তাদের প্রিয় সন্তানকে পাঠাতে পারেন। আধুনিক শ্রেণিকক্ষ ও সুষ্ঠ পাঠদানের ব্যবস্থা করতে চাই শতভাগ ফলাফল অক্ষুন্ন রাখার জন্য শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী  প্রজন্মের জন্য আরো কিছু করতে চাই যেন কর্মের মাধ্যমেই সকলের মাঝে বেঁচে থাকতে পারি। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।